২৮শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৫৯

শিরোনাম
খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা ঝিনাইদহে তিন চরমপন্থী হত্যার ঘটনায় আটক ২

নগরীতে বিপিসি ও বিএফএফইএ’র যৌথ পরিচালনায় “ফিশারিজ ট্রেনিং সেন্টার” উদ্বোধন

প্রকাশিত: জুন ১, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এর যৌথ পরিচালনায় “ফিশারিজ ট্রেনিং সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুন) বিএফএফইএ এর খুলনাস্থ নিজস্ব কার্যালয়ে সভাপতি কাজী বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিপিসি এর যুগ্ম সচিব ও প্রধান কর্মকর্তা নাহিদ আফরোজ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এবং বিএফএফইএ এর ভাইস-প্রেসিডেন্ট সেখ মোঃ আব্দুল বাকী।
উদ্বোধনকালে প্রধান অতিথি নাহিদ আফরোজ বলেন, “ফিশারিজ ট্রেনিং সেন্টার” ফ্রোজেন সেক্টরে প্রশিক্ষিত জনবল তৈরীতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে যা ফিসারিজ সেক্টরে বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষমাত্রা অর্জনে মূখ্য ভুমিকা রাখবে।
সভাপতি ও বিএফএফইএ’র প্রেসিডেন্ট কাজী বেলায়েত হোসেন তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এসোসিয়েশন ও ফিশারীজ প্রোডাক্টস্ বিজনেজ প্রমোশন কাউন্সিল এর যৌথ উদ্যোগে ফিশারীজ ট্রেনিং সেন্টার নামে প্রতিষ্ঠানটি পরিচালিত করে উৎপাদন বৃদ্ধি, স্বল্প পরিমাণ কাঁচামাল দিয়ে “হায়ার ভ্যালু এ্যাডেড প্রোডাক্ট” উৎপাদন করে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন, নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টি, বাংলাদেশের এই বিপুল জনগোষ্ঠীর আমিষ জাতীয় খাবারের চাহিদা পূরণ, শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানির আয় ১০ গুণ বৃদ্ধি করে সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএফএফইএ’র পরিচালকবৃন্দ যথাক্রমে এস. হুমায়ুন কবির, শেখ কামরুল আলম, মোঃ মাসুদুর রহমান, শ্যামল দাস, মোঃ জালাল উদ্দিন এবং বিএফএফইএ’র বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সিইওসহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকসহ আরও অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন