২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:১৩

ধর্ষণের শিকার ৯ বছরের শিশু, ধর্ষক পুলিশ সদস‌্য আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০

  • শেয়ার করুন

তেরখাদা উপজেলায় এবার নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামে এঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের আলমগীর শিকদারের পুত্র রেজাউল করিম রানা (২২) একই গ্রামের ৯ বছরের শিশু ঘেরের পাড়ে কদম ফুল তুলতেছিল। এ সময় সে শিশুটিকে মালা গাথার কথা বলিয়া ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। এর পর ধর্ষক রেজাউল করিম রানাকে পুলিশ গ্রেফতার করেছে।আটক যুবক পুলিশ সদস্য বলে জানা যায়। এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে তেরখাদা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১, ১৪/০৯/২০২০। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (চলতি) স্বপন কুমার রায় ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, ভিকটিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন