৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:৫৫

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

দৌলতপুর সীমান্তে থেকে ১৫ পিস সোনারবার সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা শুক্রবার বিকালে ১৫ টি স্বর্ণের বারসহ এমানুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে।

বিজিবি জানান ব্যাটালিয়নের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে দৌলতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৭০ আর পিলার হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ বালুরমাঠ পাকা রাস্তার ব্রিজ এর উপর তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযানে বিজিবি টহল দল কর্তৃক ১.৭৪৯ কেজি ওজনের মোট ১৫ পিস স্বর্ণের বার এবং ০১ টি পুরাতন বাই সাইকেলসহ মোঃ এমানুর রহমান (১৮), পিতা-মোঃ মশিয়ার রহমান, গ্রাম-পুটখালী পূর্বপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করে। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর বাই সাইকেলের সীট এর নিচে অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামী স্বর্ণের বারগুলো দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল যার আনুমানিক সিজার মূল্য-১,২৩,৭০,৪৩০/-(এক কোটি তেইশ লক্ষ সত্তর হাজার চারশত ত্রিশ টাকা)।

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৭ (সতের) বারে ১৮ জন আসামীসহ সর্বমোট ৪২ কেজি ৪০৭ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৩০,২৯,৮২,১৭৮/- (ত্রিশ কোটি ঊনত্রিশ লক্ষ বিরাশি হাজার একশত আটাত্তর) টাকা। সতের বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ০৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ০৬ (ছয়) বার, অক্টোবর-২০২২ মাসে ০২ (দুই) বার এবং চলতি মাসে ০৩ (তিন) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন