১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৫৪

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

দেশে করোনায় একদিনে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮০

প্রকাশিত: জুন ২২, ২০২০

  • শেয়ার করুন

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৫০২ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১০৭তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮০ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩টি ল্যাবে ১৫ হাজার ৫৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪৬ হাজার ৭৫৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৫ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৬১৮ জনকে। ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৩৪১ জন। বর্তমানে সারা দেশে আইসোলেশনে ২০ হাজার ৪৩২ জন রয়েছেন বলে জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।
মারা গেছেন: ১ হাজার ৫০২ জন।
মোট সুস্থ: ৪৬ হাজার ৭৫৫ জন।
মোট নমুনা পরীক্ষা: ৬ লাখ ৩০ হাজার ৭১৯টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৯০ লাখ ৬০ হাজার ৮৭০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৮ লাখ ৪৭ হাজার ১৮ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৭০ হাজার ৯৩৯ জনের। বাকী ৩৭ লাখ ৪২ হাজার ৯১৩ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৩ লাখ ৫৬ হাজার ৭১৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১০ লাখ ৮৬ হাজার ৯৯০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৫ লাখ ৯২ হাজার ২৮০।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ২২ হাজার ২৪৮ জন।
ব্রাজিল: ৫০ হাজার ৬৫৯ জন।
যুক্তরাজ্য: ৪২ হাজার ৬৪২ জন।
ইতালি: ৩৪ হাজার ৬৩৪ জন।
ফ্রান্স: ২৯ হাজার ৬৪০ জন।
স্পেন: ২৮ হাজার ৩২৩ জন।
মেক্সিকো: ২১ হাজার ৮২৫ জন।
ভারত: ১৩ হাজার ৭০৩ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৬৯৬ জন।
ইরান: ৯ হাজার ৬২৩ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন