প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬

তথ্য প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।
তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী আসগার লবি একথা বলেন।
৭ জানুয়ারী (বুধবার) বিকেল ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুব দলের আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ইবাদুল হক রুবায়েদ, শেখ আবুল বাসার, ওয়াহিদ হালিম ইমরান, মনিরুল হাসান টিটো,সরদার সেলিম হোসেন, ওয়াহেদুজ্জামান নান্না, সরদার আতাউর রহমান,এহসানুল হক লন্ডন,আলমগীর হোসেন, হালিম মেম্বার প্রমুখ।
ক্যাপশন: ফুলতলার জামিরায় বিএনপির আয়োজিত চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি।