২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:৪৮

শিরোনাম
খুলনার ৬ টি আসনে জয়ী নৌকার প্রার্থীরা বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নৌবাহিনী মোতায়েন ভোটারদের হুমকি দিচ্ছে এমপি সালাম মুর্শিদীর লোকের, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর ভারতীয় ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নৌপ্রধানের সাক্ষাৎ বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহর শাহাদত বার্ষিকী পালন রূপসা প্রেসক্লাবের উদ্যোগে বীর ‍মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নৌবাহিনীর ৬৭১ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত আমরা একবারও বলিনি তফসিল পেছানোর কথা : ইসি আহসান হাবিব শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

দিঘলিয়ায় জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়ায় ১লা নভেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর শুভ উদ্বোধন করেন খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী। তিনি ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে জাতীয় যুব দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন।

জাতীয় যুব দিবসের আলোচনা সভা, যুব ঋণের চেক,সনদপত্র ও গাছের চারা বিতরন অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের পরিচালনায় ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম দিঘলিয়া উপজেলা যুব প্রতিনিধি নাহিদ জুমান জেড, যুব প্রশিক্ষনার্থী ফিরোজা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুবুল আলম, সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী বলেন দিঘলিয়ায় ইতিমধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের বহুতল প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মানের জন্য পঞ্চাশ শতাংশ জমি অধিগ্রহণ কার্যক্রম চলমান আছে এবং দিঘলিয়া উপজেলায় অনেক অসহায় পরিবার আছে যাদের জমি আছে ঘর নাই, এমন অনেক পরিবারকে ইতিমধ্যেই প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। ব্যাক্তি উদ্যোগে যদি আরো কিছু ঘর প্রকৃত সুবিধা ভোগীদের উপহার দেওয়া যায় এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার হাত বাড়াতে বলেন। তিনি আরো বলেন ভৈরব নদীর উপর সেতুর নির্মাণ কাজের টেন্ডার হয়েছে এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সংসদ সদস্য বলেন মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান।

এরপর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন