২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:১৯

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের কমিটি পরিচিতি ও তারবিয়াত অনুষ্ঠান

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া সদর ইউনিয়ন শাখা আয়োজিত নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাদ জুম্মা দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখার অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় ওলামায়ে-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার জাফর সাদেক, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সালমান ফারসী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ হুসাইন ( লিটন)। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি ও সপথ গ্রহণ, ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ গিয়াসউদ্দিনসহ সকলকে কমিটির ফরম প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন