প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া সদর ইউনিয়ন শাখা আয়োজিত নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বাদ জুম্মা দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন খুলনা জেলা শাখার অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় ওলামায়ে-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার জাফর সাদেক, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সালমান ফারসী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ হুসাইন ( লিটন)। অনুষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি ও সপথ গ্রহণ, ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ গিয়াসউদ্দিনসহ সকলকে কমিটির ফরম প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।