২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫৭

দাকোপে জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: মে ২৩, ২০২৪

  • শেয়ার করুন

দাকোপ প্রতিনিধি:

২২মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে দাকোপের পানখালী ইউনিয়ন ও চালনা পৌরসভার পৃথক ভাবে প্রথম কিস্তির ৫৬ কেজি চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ টায় পানখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জেলেদের মধ্যে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, ডিপিডি ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্প কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাসসহ অত্র ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। এ দিকে একই দিন বেলা ১১ টায় চালনা পৌরসভা প্রাঙ্গনে ৬৫ দিন সাগরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে প্রধান অতিথির হিসেবে চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলর বৃন্ধ। উল্লেখ্য যে, ২০২৩-২৪ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৬৫ দিন সাগরে মৎস্য আহরণে বিরত থাকা উপজেলায় ৫ হাজার ৯৭ জন জেলেদের মাঝে প্রথম কিস্তির ২৮৫.৪৩২ টন চাইল বিতরণ করা হবে। এর পূর্বে পানখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে”র আওতায় জাটকা সংরক্ষণ কার্যক্রমের উপর জনসচেতনা সভা অনুষ্ঠিত হয়। পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, ডিপিডি ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রকল্প কর্মকর্তা পলাশ বালা, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন