২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:২৭

তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি:

তালায় সর্বজনীন পেনশন স্কিম-২০২৩ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার সহযোগিতায় অনুষ্ঠানে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার ম্যানেজার মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু প্রমুখ।
সভায় সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তা তাসমিন ফাত্তাহ। সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন