২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:৩৪

তালায় বাস উল্টে একজন নিহত, আহত ৭

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২

  • শেয়ার করুন

সাতক্ষীরার তালায় পাইকগাছাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালার শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ আলী সরদার (৫০) তালা উপজেলার আমানউল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহী বাস তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসময় গাড়িতে থাকা সাজ্জাদ আলী সরদার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১০ যাত্রী। আহতরা কেউ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আবার কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ (০৫-০০২২) গাড়িটি তালা উপজেলার শাহাপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা সাতজন যাত্রী আহত এবং ঘটনাস্থলেই একজন নিহত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন