প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫
তালা প্রতিনিধি : জুলাই-আগস্ট আন্দোলনে তালায় ৩ জন আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এসময় ইউএনও অফিসে উপস্থিত থেকে চেক গ্রহন আগত দুজন শিক্ষার্থী ও এক আহত শিক্ষার্থীর পিতা।
শনিবার (২৯ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে ‘বি’ ক্যাটাগরিতে তিনজনকে এক লাখ টাকা করে চেক তুলে দেন ইউনএনও ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল। এসময় উপস্থিত ছিলেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি এম জুলফিকার রায়হান, সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মির্জা সাকিব প্রমুখ।
আহতরা হলেন, তালা উপজেলার গোপালপুর গ্রামের রহিম শেখের ছেলে শিক্ষার্থী হাবিবুর রহমান, বারাত গ্রামের মালেক সরদারের ছেলে ও সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য আবু বক্কর সরদার, পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ জিল্লুর রহমানের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যুগ্ম সদস্য সচিব আশরাফ আরফিন।