২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:৩৪

ডুমুরিয়ার আরশনগরে ছাদ থেকে পড়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: মে ৯, ২০২১

  • শেয়ার করুন

শেখ আব্দুল মজিদ, চুকনগরঃ ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামে ছাদ থেকে পড়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৮ মে) ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গিয়েছেন। একমাত্র সন্তান মেহেদি হাসান প্রিন্স পেশায় প্রকৌশলী। তাঁর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
আতিয়ার রহমান ১৯৬৮ সালে সরকারি বি এল কলেজ থেকে বিএ পাস করেন। তিনি সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার হিসাবে কাজ করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যান। তিনি অধিকাংশ সময় ঢাকার বাড়িতে সন্তানের সঙ্গে বসবাস করতেন। করোনার কারণে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানান, শনিবার (৮মে) দুপুরে মুক্তিযোদ্ধা আতিয়ার
রহমান মোড়ল উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরশনগর গ্রামে নিজ বাড়ির বিল্ডিংয়ের ছাদ পরিস্কার করার জন্য বাঁশের মই লাগিয়ে উপরে
ওঠার সময় অসাবধানতাবশতঃ পা ফসকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে খুলনা সার্জিক্যাল ক্লিনিক-এ চিকিৎসার জন্য নিয়ে যান। দুপুর ১২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
রবিবার (৯মে) সকালে নিজ বাড়ির আঙ্গিনায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ ও অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধার মরদেহকে
জাতীয় পতাকায় ঢেকে দিয়ে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের মরদেহ
পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন