২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:০৩

ডুমুরিয়ায় পুকুরে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনা ডুমুরিয়ার ফুলজান্নেসা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার ছাত্র মোঃ মাশরাফির (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে মাদ্রাসার পুকুরে ওই ছাত্রের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মরদেহটি উদ্ধার হয় শনিবার ১৭ই সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে।পারিবারিক ও মাদ্রাসা সুত্রে জানা যায় উপজেলার নোয়াকাটি গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে মাশরাফি(১২)ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদ্রাসায় মাওলানা বিভাগে পড়ালেখা করতো।
ছেলেটি গতকাল শুক্রবার বিকাল আনুমানিক ৩টায় মাদ্রাসা ছুটির পরে সবাই নিজ বাড়ি চলে যায়, কিন্তু মাশরাফি বাড়িতে না গেলে তার বাবা মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাকে খুঁজে পায় নাই।
পরবর্তীতে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদ্রাসার পুকুরে মাশরাফির লাশ ভাসতে দেখে, মাদ্রাসা কতৃপক্ষ উদ্ধার করে।এসময় মৃত্যু মাশরাফির নাক দিয়ে রক্ত ঝরছিলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন