প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫
খবর বিজ্ঞপ্তির : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব (দুর্গা পূজা) উপলক্ষে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে ডুমুরিয়া কেন্দ্রীয় মঠ মন্দিরে ২১৫টি পুজা মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভা ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য, বিসিবি’র সাবেক সভাপতি, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজগার লবি বলেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে সুন্দর ডুমুরিয়া উপজেলা গড়ে তুলতে চাই। মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমার ব্যক্তিগত অর্থ থেকে আর্থিক সহায়তা প্রদান সহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন।
তিনি আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগতদিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সরদার আব্দুল মালেক, সরোয়ার হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, মশিউর রহমান লিটন, ফরহাদ হোসেন, শিক্ষক নিত্যনন্দ মন্ডল, অরুন গোলদার, শ্রী মিলন মল্লিক, বিপুল মন্ডল, পরিমল মন্ডল প্রমুখ।