৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:৩৯

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে স্বারকলিপি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫

  • শেয়ার করুন

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে তার বন্ধু ও স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের ব্যানারে বিক্ষোভ মিছিলে ঝিনাইদহের বন্ধু, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান করেন সুদীপ এর ছোট কাকা তপন জোয়ারদার। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ এবং সিভিল সার্জন ডা মোঃ কামরুজ্জামান স্বারকলিপি গ্রহণ করেন।

উল্লেখ্য যে, শনিবার দিবাগত রাত ১ টার দিকে নিজ শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় সুদীপ জোয়ারদারের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। এরপর তারা তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে সুদীপের মরদেহ সৎকারের প্রয়োজনীয় তদবির চালায়। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন বন্ধুরা সুদীপের পায়ে ও শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। এরপর তারা পুলিশের নিকট মরদেহ ময়নাতদন্তের জন্য অনুরোধ করে। পুলিশ সুদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন