২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:৪৪

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

জন্ম নিবন্ধন করাতে আর লাগবে না মা-বাবার সনদ

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২

  • শেয়ার করুন

এখন থেকে আর জন্ম নিবন্ধনের জন্য মা-বাবার জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়বে না।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) বাধ্যতামূলক এই নিয়মটি তুলে দিয়েছে।

গতকাল (১৫ আগস্ট) রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

“আইন অনুযায়ী সবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক। ২০২১ সালে একটি বিষয় যুক্ত করা হয়েছিল যে, যাদের জন্ম ২০০১ সালের পর তাদের বয়স ১৮ না হওয়ায় এনআইডি হয়নি। কাউকে যদি জন্মের পর একটি আইডি দিতে চাই সেক্ষেত্রে বাবা-মায়ের জন্মনিবন্ধন অপরিহার্য”, বলেন তিনি।

“স্কুলে এখন ইউনিক আইডির বিষয়টি প্রচারণা হচ্ছে। সেটি অটোমেটিক হয়ে যেতো যদি বাবা-মায়ের জন্মনিবন্ধন থাকতো এবং সেটি যদি সন্তানের জন্মনিবন্ধনের সঙ্গে থাকে তাহলে ডিজিটালি সেই সন্তান পরিচিত হয়। এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এ পর্যন্ত যারা সঠিকভাবে জন্ম নিবন্ধন আবেদন করেছে তাদের প্রায় ৩০ লাখের বেশি ইউনিক আইডি অটোমেটিকলি জেনারেট হয়েছে।”

১৮ বছরের কম বয়সীদের জন্য আবেদনে বাবা-মায়ের জন্মনিবন্ধন দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এতদিন, ১৮ বছরের কম বয়সীদের টিকাদানের জন্য হয়তো বাবা-মাসহ তিনটি জন্মনিবন্ধন করতে হতো। এ জটিলতার কারণে এ নিয়ম তুলে দেওয়া হয় বলে জানান তিনি।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এভাবে নিবন্ধন কার্যক্রম চলবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন