৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৪৪

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

জনগণের ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ অতুলনীয় : বকুল

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

‌তথ্য প্রতিবেদক : জিয়া পরিবারের মতো নির্যাতিত পরিবার বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। জনগণের ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ অতুলনীয়। ভোট মানুষের এক মূল্যবান সম্পদ এবং এই ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী ঘরবাড়ি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে খালিশপুরের চিত্রালি বাজারে ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। আগামী নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে দেশের মানুষ এবার নিশ্চিন্তে ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

​চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই স্মরণ সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোবাশ্বির হোসেন শ্যামল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান উল্লাহ বুলবুল, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক সাহনাজ সারোয়ার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন