২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:২২

চিতলমারীতে শেখ হেলাল উদ্দিন ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩

  • শেয়ার করুন

সাজ্জাদ চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারীতে শেখ হেলাল উদ্দিন ১ম ফিদে রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী চেস ক্লাব আয়োজিত টুর্নামেন্ট গত শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভারতীয় পুরুষ ০২ জন , মেয়ে ০২ জন,বাংলাদেশের ২৩ জন শিক্ষার্থী এবং ৪ বছরের শিশু কণ্যা লিথিয়া সারান সহ মোট ১১৫ জন দাবা প্লেয়ার অংশ গ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী ভুইয়া গোলাম মোস্তফা বাংলাদেশ পয়েন্ট ০৬, ফয়সাল হুসাইন বাংলাদেশ পয়েন্ট ০৫, মোঃ মাসুম হুসাইন বাংলাদেশ পয়েন্ট ০৫, স্নেহা হালদার ভারত পয়েন্ট ০৪,মোঃ নাসির উদ্দীন বাংলাদেশ পয়েন্ট ০৫, Choubey Saurabh India Point 04, লিথিয়া সারান বাংলাদেশ Best Young P: সহ মোট ২২ জনকে প্রাপ্য অনুযায়ী পুরষ্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সন্জিব মালাকর (সঞ্জয়) এ,সি,পি,বি,বাগেরহাট ও সভাপতি চিতলমারী চেস ক্লাব।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ এনায়েত হোসেন, সভাপতি এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশ, ফকির আরিফুল হক সভাপতি এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাগেরহাট, ইকবাল হোসেন বাবু সভাপতি এসোসিয়েশন চেস ক্লাব মাদারীপুর,ডাঃ মামুন হাসান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মোঃ বাবুল মিঞা অধ্যক্ষ বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, সূধীজন,সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন