২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:২২

চিতলমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন বিষয়ক প্রেস ব্রিফিং

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩

  • শেয়ার করুন

সাজ্জাদ চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন বিষয়ক প্রেস ব্রিফিং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিং ২০ মার্চ সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি সবার জন্য বাসস্থান “কেউ গৃহহীন থাকবেনা ”
এই প্রতিপাদ্যের আলোকে চিতলমারীতে ৪৪১ টি পরিবার যাচাই বাছাই করা হয়। ইতোপূর্বে ১ম ও ৩ য় পর্যায়ে চিতলমারীতে ২১৯টি পরিবারকে ২শতক জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ, ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের বিভিন্ন উপজেলায় ৩৭,৭৮৯ টি ঘর উদ্বোধন করবেন। তম্মধ্যে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে ৪র্থ পর্যায়ে ৩২ টি সেমিপাকা গৃহ হস্তান্তর করা হবে। এ গৃহসমূহ নির্মাণ করতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রতিটির জন্য ২,৮৪,৫০০/(দুই লক্ষ চুরাশি হাজার পাঁচ শত) টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার (ভূমি), মোঃ বাবুল হোসেন খান, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, সাবেরা কামাল স্বপ্না, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ ওয়ালিউজ্জামান শিবপুর ইউনিয়ন পরিষদ, কাজী আবু সাহিন হিজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অপূর্ব দাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ প্রমূখ কর্মকর্তা সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন