২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:৪৫

চিতলমারীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির গবেষণা কার্যক্রমের অবহিতকরণ সভা

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির গবেষণা কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
গত ১২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভার কারিগরী সহযোগিতা করেছেন জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি, বাস্তবায়ন সহযোগী ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।
সভায় গর্ভকালীন সময়ে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য এবং শিশুর জন্মের পর মাতৃত্বকালীন ভাতা ও আর্থিক সহায় প্রদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অশোক কুমার বড়াল উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ প্রোগ্রাম পলিসি অফিসার, আকলিমা আক্তার প্রোগ্রাম ম্যানেজার,রুবিনা গনি প্রোগ্রাম ডাইরেক্টর। সভায় আরো উপস্থিত ছিলেন, মাহাতাবুজ্জামান ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ডাঃ মামুন হাসান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বৃন্দ, ইউপি সচিব বৃন্দ,মোঃ হাফিজুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সকল কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ প্রমূখ।
এস কে সাজেদুল হক( সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন