১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:০৩

চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: জুন ৪, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাটঃ
বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধুর কণ্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুন ২০২২ সকাল ১০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন চিতলমারী বাগেরহাট।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসেন খান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আহবান করেন। উপজেলার অন্তর্গত ইউনিয়নের আওয়ামী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বতঃস্ফূর্ত ভাবে সকলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্যে আলোচনা করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বাবুল হোসন খান, সাধারণ সম্পাদক বাবু পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন শেখ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওসাধারণ সম্পাদক,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউজ্জামান জুয়েল খলীফা সহ প্রমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী সংগঠনের নেতা-কর্মীগণ,বীর মুক্তি যোদ্ধা গণ এবং সাংবাদিক বৃন্দ।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন