৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:১০

চিতলমারীতে পানিত ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২

  • শেয়ার করুন

প্রতিনিধি চিতলমারী বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে তাহমিধ মৃধা নামে ৮ বছর বয়সী একটি শিশু পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের শিবপুর কাটাখালী গ্রামের রিপন মৃধার ৮ বছরের ছোট ছেলে তাহমিধ মৃধা১২ নভেম্বর রোজ শনিবার আনুমানিক দুপুর ২টায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করে।
পানিতে পড়া তাহমিধকে চিকিৎসার জন্য চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন তালুকদার জানান তাহমিধ মৃধাকে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ হাসপাতালে পৌঁছানোর (আনুমানিক)২ ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে।
এস কে সাজেদুল হক (সাজ্জাদ)
চিতলমারী বাগেরহাট
০১৭৩০১৭৫৩৪০।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন