২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৫৩

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ভোলার পাশ দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ উপকূলে আঘাত হানার পর আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অতি দ্রুত আসর হযয়ে আজ সোমবার রাত ৯টায় ভোলার পাশ দিয়ে বরিশাল চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে।
সোমবার রাতে আবহাওয়া অফিসের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পরবর্তী ৩/৪ ঘণ্টার মধ্যে এটি উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত দ্রুতগতির ঝড়। এ রকমটি সাধারণত দেখা যায় না। খুব দ্রুতগতিতে এটি উপকূলের দিকে ধেয়ে আসে। রাত ৯টার দিকে ঝড়ের কেন্দ্র ভোলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে। কেন্দ্রটি স্থলভাগে উঠে যাওয়ার পর ৩-৪ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়টি (ঝড়ের পুরো ব্যাস) বাংলাদেশ উপকূল অতিক্রম করে ফেলবে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজরুল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়েছে এবং এর কেন্দ্র বাংলাদেশের ভূখণ্ড স্পর্শ করেছে।’

বাংলাদেশ অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির ৫-৬ ঘণ্টা লাগবে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন