৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:০৪

শিরোনাম
খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু নগরীতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, পলাশসহ গ্রেপ্তার ১১ খুলনায় পদ্মা ব্যাংকে জমানো অর্থ ফেরত না পেয়ে বিপাকে গ্রাহকরা, ব্যাংকের সামনে বিক্ষোভ সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টার বিনম্র শ্রদ্ধা

গোপালগঞ্জে বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ৩

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

গোপালগঞ্জে বাসের চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম শুভ (২২) নিহত হয়েছেন। এতে আরো দুই শিক্ষার্থীসহ আরো তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম সড়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজুল ইসলাম শুভ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে।

ওসি মনিরুল ইসলাম জানান, একটি ভ্যানে করে নিহত শিক্ষার্থী রিয়াজুলসহ তিন শিক্ষার্থী ঘোনাপাড়ায় দিকে যাচ্ছিলেন। এসময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ওঠে গেলে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ওই শিক্ষার্থীসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিয়াজুল ইসলাম শুভকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, আজ জোহর বাদ নিহত শিক্ষার্থীর জানাযা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে অনুষ্ঠিত হবে। পরে গ্রামে বাড়িতে তার মরদেহ দাফন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন