২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫৮

খুলনা-৬ আসনের এমপি বাবু করোনায় আক্রান্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০

  • শেয়ার করুন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি জানান, করোনা পজিটিভ হলেও বর্তমানে শারীরিকভাবে ভালো আছেন। খুলনা মহানগরে থাকা তার নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষায় নতুন করে ৬৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

অপরদিক, শুক্রবার পর্যন্ত দেশে ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪ হাজার ৩৮৩ জন মারা গেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন