১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৬:১৫

খুলনা মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু আগামী ৫ জুন

প্রকাশিত: মে ২২, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনা মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস শুরু হতে যাচ্ছে। আগামী ৫ জুন বুধবার সকাল ১০ টায় কলেজের এস এম সুলতান অডিটোরিয়ামে এ ক্লাস অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে ক্লাস রুটিন মোতাবেক নিয়মিত ক্লাস শুরু হবে। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ দীন-উল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজের সকল শিক্ষক এবং নবাগত শিক্ষার্থীদের এক জন করে অভিভাবকসহ উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে। এছাড়াও নবাগত শিক্ষার্থীরা জুন মাসের ৪ তারিখ দুপুরের পর হোস্টেলে উঠতে পারবে বলেও তিনি ঐ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন