প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬
প্রকাশিত:

তথ্য প্রতিবেদক:
এক থেকে পাঁচ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের প্রাক প্রাথমিক শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর আয়োজনে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া মহীরবাড়ি ছোট খালপাড়স্থ খ্রিষ্টান পাড়ায় এই লার্নিং রুটস কেন্দ্রের ফিতা কেটে উদ্বোধন করা হয়। এসময় ওয়ার্ড কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুর জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর থানা শিক্ষা প্রাথমিক অফিসার মোহাম্মদ শাহজাহান, খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক অফিসার (রাজস্ব) এস কে এম তাছাদুজ্জামান। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাস, এডুকেশন স্পেশালিস্ট টনি উইলসন ডি কস্তা, সাংবাদিক, শিশু, পিতা-মাতা, সিএমসি কমিটি, স্থানীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ বলেন, ৫-১০ বছরের শিশু ১ম থেকে ৫ম শ্রেণিতে পড়বে। কিন্তু সরকারি কারিকুলামের আওতায় শিক্ষা গ্রহন করা শিক্ষার্থীদের মধ্যে বেশ জড়তা সৃষ্টি করে। শিক্ষা গ্রহণ করতে তাদের হিমশিম খেতে হয়। তাই চার বছর বয়সে শিশুদের যদি প্রাক প্রাথমিকে শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তোলা যায়, তাহলে ঐ শিক্ষার্থী ১ম শ্রেণি থেকেই ভালভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারবে। আর ওয়ার্ল্ড ভিশনের লক্ষ্যই হলো এই সকল শিশু শিক্ষার্থীদের সেইভাবে গড়ে তোলা। তাদের এই লার্ণিং রুটস শিক্ষা পদ্ধতি কিন্তু সেই কাজটি সহজ করে দিয়েছে। আমরা ওয়ার্ল্ড ভিশনের এই প্রকল্পকে সাধুবাদ জানাই।
উল্লেখ্য, খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে মোট ৪০টি লার্নিং রুটস/শিখন শেকড় কেন্দ্র ওপেন করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর আয়োজনে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নগরীর সকল ওয়ার্ডে এসকল কেন্দ্রের উদ্বোধন করা হবে।