১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:৫৯

শিরোনাম
খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত

খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ”

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

খুলনা মহানগরীতে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলমুখী করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংলাপে বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশ নেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রত্না দেবনাথ, শর্মিষ্ঠা মণ্ডল, মো. নজরুল ইসলাম এবং সম্প্রীতি ফোরামের সভাপতি সিলভী হারুন। এছাড়া বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, ঝরে পড়া শিশু ও তাদের অভিভাবক, নগর উন্নয়ন কমিটির প্রতিনিধি, যুব প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রান্সিস সামুয়েল সোম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি শিশু ঝরে পড়া মানে শুধু একজন ছাত্রের হারিয়ে যাওয়া নয়, বরং জাতির ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষয়। প্রতিটি শিশুকে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগেই এ সমস্যা মোকাবিলা করা সম্ভব। ঝরে পড়া শিশুদের জন্য বিদ্যালয়ে সহায়ক পরিবেশ সৃষ্টি, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবককে সচেতন করা এবং শিক্ষার্থীদের প্রতি বিদ্যালয়ের বাড়তি মনোযোগ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আজকের এই সংলাপ ঝরে পড়া শিশুদের সমস্যা চিহ্নিত ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন সংস্থা এ বিষয়ে সহযোগিতা করলে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সভাপতির বক্তব্যে সুরভী বিশ্বাস জানান, ঝরে পড়া শিশুদের পারিবারিক, সামাজিক ও আর্থিক নানা প্রতিকূলতাই তাদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষক-অভিভাবক-সমাজ এবং সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি শিক্ষাবঞ্চিত শিশুদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে বাস্তবভিত্তিক নানা করণীয় তুলে ধরেন। এসময় তিনি সদ্য প্রস্তুতকৃত ৮টি ওয়ার্ড থেকে ১৩৪ জন ঝরে পড়া শিশুর তালিকা প্রধান অতিথির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সংলাপে অংশগ্রহণকারীরা ঝরে পড়ার পেছনের কারণসমূহ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখার পদ্ধতি এবং সংশ্লিষ্ট সকলের করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে শিক্ষাবঞ্চিত শিশুদের পুনরায় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে সকল পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন