প্রকাশিত: মার্চ ৬, ২০২৫
তথ্য প্রতিবেদক:
জাতীয় শিক্ষানীতি অনুসরণে প্রাথমিক বিদ্যালয়ের গুনগত মানসম্পন্ন সেবা নিশ্চিতকল্পে সিটিজেন ভয়েস এন্ড একশন বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা আড়াইটায় নগরীর নুরনগরস্থ থানা শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অন্তর্গত খুলনা শহর এরিয়া প্রোগ্রাম আয়োজিত প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন, সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান, সহকারী থানা শিক্ষা অফিসার যথাক্রমে রেক্সোনা আক্তার, ছবি রানী সরকার, ফেরদৌস আরা, মোঃ নজরুল ইসলাম, কনক রানী গণপতি, নুসরাত ঝুমুর, শর্মিলা মন্ডল উপস্থিত ছিলেন। এছাড়াও ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট টনি উইলশন ডি কস্টা, প্রোগ্রাম অফিসার মোঃ নাজমুল হাসান, মোঃ তৌহিদুল ইসলাম ও অর্জুন রায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নির্ণয়ের মানদন্ড রক্ষায় আলোচ্য বিষয়বস্তু ছিলো, খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পর্যাপ্ত সুবিধা থাকা, বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ/অবকাঠামো, মাঠ ইত্যাদি থাকা, ছাত্র-ছাত্রীদের পৃথক টয়লেট এর ব্যবস্থা থাকা, কার্যকরী এসএমসি, পিটিএ থাকা, সকল ধরণের শিশু নির্যাতন থেকে তাদের সুরক্ষিত রাখা, অতি দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং পথ শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা করা, ঝড়ে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করা। এছাড়াও বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণার লক্ষে আরও ৮টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়।