৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:০৮

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল নির্মাণে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের অনুদানের চেক হস্তান্তর

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হলের নির্মাণ কাজের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড’র পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে চেক হাস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ডি জি এম (এ্যাডমিন) কমান্ডার এম মাইনুল ইসলাম খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম’র পক্ষে প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদে মোল্লাসহ উপস্থিত নেতৃবৃন্দের কাছে অনুদানের একটি চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার (এ্যাডমিন) মোঃ কামরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ মোঃ সেলিম, ইউজার সদস্য মোঃ হেলাল মোল্লা, এস এম বাহাউদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রধান অতিথি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ডি জি এম (এ্যাডমিন) কমান্ডার এম মাইনুল ইসলাম খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করে নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন