২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:৪৯

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা চেম্বার সভাপতি দু’টি হাসপাতালে হাই ফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনার দু’টি হাসপাতালে করোনা রোগিদের চিকিৎসায় হাই ফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন খুলনা চেম্বারের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক ।
আজ বৃহস্পতিবার(২২জুলাই) এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিনের সহযোগিতায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও সাবেক মেয়র কাজী আমিনুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিব উদ্দীনের নিকট বিভাগীয় খুলনা পুলিশ হাসপাতালের জন্য দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের জন্য তিনটি অত্যাধুনিক হাই ফ্লো নজেল ক্যানোলা হস্তান্তর করেন।

বেলা ১২ টায় তিনি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত পাতালের এ্যসিন্ট্যান্ট প্রফেসর ডাঃ লিপিকা রায়ের (আই সি ইউ এন্ড এনেসথেসিয়া) নিকট তিনটি অত্যাধুনিক হাইফ্লো নজেল ক্যানোলা এবং বেলা একটায় বিভাগীয় খুলনা পুলিশ হাসপাতালে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলামের নিকট দশটি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক ও এফবিসিসিআইয়ের জিবি সদস্য মোঃ মফিদুল ইসলাম টুটুল, পরিচালক খান মোঃ সাইফুল ইসলাম , ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ , খুলনা মেডিকেল কলেজ করোনা ইউনিটের প্রধান ডাক্তার শৈলেন্দ্র নাথ, কে এমপির ডিসি খুলনা সদর শাহ এহসানুল হক , হাসপাতালের ও পুলিশ প্রশাসনের ডাক্তার , উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী আমিনুল হক করোনার এই মহামারী সময়ে হাইফ্লো নজেল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার খুলনার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে তিনি বলেন, সরকারের স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কমিয়ে আনতে পারলে আমরা স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা-বাণিজ্য শিল্প কলকারখানা চালু রাখতে পারবো।
তাই সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন