প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

তথ্য প্রতিবেদক : রাষ্ট্রীয় শোক দিবস ও সাধারণ ছুটির ঘোষনাকে অমান্য, রাষ্ট্রীয় অর্থ অপচয় ও অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে খুলনা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও অপসারনের দাবি জানিয়েছে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবরে গত ৫ জানুয়ারী প্রেরিত এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়েছে বলে ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার এতথ্য জানিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ৩১ ডিসেম্বর২৫ (বুধবার) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির ঘোষনা করা হয়। কিন্তুখুলনা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) কুমুর বালা শোক ও ছুটি উপেক্ষা করে, অফিস খোলা রেখে-কাল পতাকা ও কাল ব্যাজ ধারণ না করে, জাতীয় পতাকা অর্ধনমিত না করে সরকারী নির্দেশনা কে অবজ্ঞা করে আদালতের নোটিশ প্রাপ্তির পরেও বিতর্কীত নিয়োগের গোপনে বানিজ্যের প্রক্রিয়া শুরু করা, প্রীতি ভোজের আয়োজন ও মিষ্টি বিতরনসহ আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
ফ্যাসিস্ট সরকারের দোসর ঝুমুর বালা ওয়াসার বোতল প্লান্ট প্রায় ছয় মাস বন্ধ থাকার পরও সেখানে আউট সোসিং কর্মচারীদের প্রায় দশ লক্ষ টাকার উপরে বেতন প্রদান করেছেন। ফলে ওয়াসা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
খুলনা ওয়াসার ০৪ (চার) টি জোনের ফ্লো-মিটার (নতুন/পুরাতন) এবং নতুন ও পুরাতন মালামাল চুরির কারনে প্রায় কোট টাকার সম্পদ ক্ষতির দায় ও তদন্তের দায়িত্ব উপ ব্যবস্থাপনা পরিচালকের উপর ন্যাস্ত থাকলেও সঠিক তদন্ত না করে বিষয়টি ধামাচাপা দিয়ে দায়ীদের পুরস্কৃত করার জন্য প্রমোশনের ব্যবস্থা করেছেন তিনি।
স্থায়ী কর্মচারী যারা বিভিন্ন পাম্পে কর্মরত, তাদেরকে সাপ্তাহিক ছুটি ও আর্থিক সুবিধা না দিয়ে ১৬ (যোল) ঘণ্টা দায়িত্ব পালনে অফিস আদেশে বাধ্য করেছেন।
এছাড়া, উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) জনাব মুমুর বালা এর খুলনা পিরোজপুর ও গোপালগঞ্জ যাতায়াত, আনন্দ ভ্রমণ ও নিয়মিত অফিসকরণে ৩ টি গাড়ি ব্যবহার করেন। ফলে জ্বালানী তেল খরচ বৃদ্ধি পেয়েছে অধিক মাত্রায় যা সেপ্টেম্বর/২০২৪ সালে ছিলো দুই লক্ষ আঠারো হাজার টাকা, বর্তমানে দাড়িয়েছে আগষ্ট/২০২৫ সালে তিন লক্ষ পঁচাত্তর হাজার। উপ ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালা নিয়ম নীতি, রীতি ও শ্রম আইন ভঙ্গ করে কর্মরত সাত জন শ্রমিক কে বিনা নোটিশে টার্মিনেট করেছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূর করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ একরামুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ ইয়াছির আরাফাত, ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমুখ।