৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:২৪

শিরোনাম
নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাবেক মন্ত্রী রুহুল হক, সাবেক এসপি মঞ্জুরুলসহ ৮০ জনের নামে হত্যা মামলা

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২৫, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে খুলনা হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই নতুন প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের কিশোর গ্যাং অপরাধ দমনে আমাদের সকলের কাজ করতে হবে। সন্তানরা কী করে, কোথায় যায় তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। তাঁরা আরও বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক-সচেতন ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিপথগামী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্নেহ-ভালোবাসা দিয়ে শিশু-কিশোরদের পাশে দাঁড়াতে সমাজের সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান অতিথিরা।
খুলনা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা রওশন জাহান নূপুরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সোহেল হাসান, প্রবেশন অফিসার আবুল হাসনাত লিখন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও অভিভাবকরা অংশ নেন। খুলনা পুনাক এই অনুষ্ঠানের আয়োজন করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন