২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:০৪

খুলনায় সমতার সমাজ গড়তে করণীয় শীর্ষক বিশেষ আড্ডা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

‘সমতার সমাজ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক বিশেষ আড্ডা অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অ্যামেরিকান কর্ণার খুলনাতে অনুষ্ঠিত হয়েছে।
শিশু আঙিনা এর সাধারণ সম্পাদক ও লিঙ্গ সমতা বিষয়ে লরা ডব্লিউ বুশ অ্যাওয়ার্ড প্রাপ্ত জেন্ডার স্পেশালিষ্ট মাহমুদা রহমান খান এই আড্ডার প্রধান সেশন পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। গার্লস ক্লাব ( American Corner Khulna ) এবং WITH SHE এর যৌথ আয়োজনে Women’s Equality Adda সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা জেলা এর সম্মানিত উপ-পরিচালক জনাব হাসনা হেনা। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কর্ণার কো-অর্ডিনেটর শেখ মোঃ শাহাবুদ্দিন।
আড্ডা – আলোচনায় সমতার সমাজ গড়তে কি করণীয় এ বিষয়ে এই আয়োজনে বিভিন্ন পেশা ও পরিচয়ের প্রায় ৫০ জন অংশগ্রহণকারী যুক্ত ছিলেন। সেশন, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন শেষে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ব্যান্ড “সহজ মানুষ”। পুরো সেশন সমন্বয় করেন উইথ শি এর প্রতিষ্ঠাতা সদস্য জুবায়ের হাসান সৈকত।

এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উইথ শি এর প্রতিষ্ঠাতা সদস্য, সংগঠক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেরা ৫ জন অংশগ্রহণকারীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন