৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:১৮

খুলনায় বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি পেলো একশত শিক্ষার্থী

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় একশত দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। খুলনা বিশ্ববিদ্যালয় এবং বি এল কলেজ সহ বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশত জন দরিদ্র শিক্ষার্থী এ বৃত্তি লাভ করেছে।

আজ সকাল  ১১ টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মাৎ  হোসনে আরা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য ডাঃ আসমা আক্তার।

শিক্ষা প্রসারের লক্ষে প্রতি বছর বিদ্যানন্দের থাকে কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রোগ্রাম। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারাদেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে খুলনা জোনে বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থীকে আজ এই শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়েছে। শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থী নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ পেয়েছেন।

চলমান করোনা মহামারীতে বহুদিন বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়।

করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে আত্মনির্ভরশীল হতে। এরই অংশ হিসেবে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেয়া হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন