২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৫০

খুলনায় প্রতারণার ফাঁদে ফেলে প্রবাসির ২১লাখ টাকা আত্মসাৎ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে কাতার প্রবাসি যুবক মোঃ বিল্লালের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে খুলনার একটি প্রতারক চক্র। টাকা ফেরত চাওয়ায় তাকে সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন। হুমকি দেয়া হয়েছে ক্রসফায়ারের। এই ঘটনায় থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে আদালতে মামলা দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে ৫ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের নালিশী খুলনা সদর আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার আসামীরা হলেন-খুলনা মহানগরীর দিলখোলা রোডের মোঃ সাইফুল ইসলামের মেয়ে নুসরাত জাহান অর্ণা (২২), নিরালা সবুজবাগের মোঃ আবু হোসাইনের মেয়ে সুমাইয়া সুলতানা রিনা (২১), সোনাডাঙ্গা মডেল থানার ডালমিল মোড়ের মোঃ মান্নাফের পুত্র শফিকুল ইসলাম অনিক, সোনাডাঙ্গা ২য় ফেজের মোঃ স্বপনের পুত্র ফাহিম হাসান আকাশ ও খুলনা সদর থানার এস আই সুকান্ত কুমার দাস।

বাদী পক্ষের আইনজীবী মোঃ খুরশিদ আলম রাজু মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, বরিশালের মেহেন্দীগঞ্জ থানার রামনাথপুর পাতালহাট গ্রামের মোঃ হোসেন জমাদ্দারের পুত্র মোঃ বিল্লাল (২৮) সাড়ে ৫ বছর যাবত জীবন জীবিকার জন্য কাতারে প্রবাস জীবন কাটাচ্ছেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরিচয় হয় খুলনা মহানগরীর দিলখোলা রোডের মোঃ সাইফুল ইসলামের মেয়ে নুসরাত জাহান অর্ণা (২২)’র সাথে। এরপর ম্যাসেঞ্জারে আলাপচারিতা। অতপর প্রেমের সম্পর্ক।

একপর্যায়ে অর্ণার মা বিল্লালকে বিয়ের কথা বললে তিনি রাজি হন এবং দেশে এসে বিয়ে করবেন বলে জানান। সম্পর্কের গভীরতা বুঝে কৌশলে অর্ণা বিল্লালের নিকট থেকে বাড়ি কেনার জন্য কিছু টাকা ধার চায়। বিশ্বাস করে বিল্লাল বিভিন্ন তারিখে সর্বমোট ২১ লক্ষ টাকা প্রদান করেন। বেল্লালের সন্দেহ হলে এক আত্মীয়ের মাধ্যমে অর্ণার খোঁজ নিয়ে জানতে পারেন অর্ণা মুলত একটা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের মধ্যে অর্ণা ও সুমাইয়া সুলতানা রিনা (২১) এভাবে ছেলের কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভিডিও কলের মাধ্যমে শরীর প্রদর্শন করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে।

বেল্লাল অর্ণা’র নিকট টাকা ফেরত চাইলে তিনি ম্যাসেঞ্জারে নানাভাবে হুমকি প্রদান করেন। বেল্লাল ২০২৩ সালের ২৬ নভেম্বর দেশে আসার পর ১ ডিসেম্বর খুলনা থানার এস আই সুকান্ত কুমার দাস বেল্লালকে রাত ৮ টায় হোটেল ক্যাসল সালামে দেখা করতে বলে। অন্যথায় তার সমস্যা হবে বলে হুমকি প্রদান করেন। বেল্লাল দেখা করতে গেলে সেখানে প্রতারক চক্রের ৪ জনকেই তিনি দেখতে পান। এস আই সুকান্তকে কল করলে তিনি এসে বেল্লালকে গ্রেফতার করেন এবং ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। ১ লক্ষ টাকা দিলেও আরও ২৯ লক্ষ টাকা না দিতে পারায় ২ ডিসেম্বর খুলনা থানায় অর্ণার অশ্লীল ছবি দিয়ে পর্ণোগ্রাফিক নিয়ন্ত্রণ আইনে ৮(১)/৮(২)/৮(৩)/৮(৫)ক/৮(৭) ধারায় মামলা দায়ের করেন। যার নং:-৪, তারিখ০২/১২/২০২৪।
এ বিষয়ে বেল্লাল প্রতারক চক্রের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আশায় এবং তার নিকট থেকে জালিয়াতি করে যে টাকা নেয়া হয়েছে তা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন