২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৩১

শিরোনাম
উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় নারীকে ২ বার টিকা পুশের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটারঃ
খুলনায় জহুরা বেগম নামে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধাকে দুইবার করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জহুরা বেগম ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা এবং মৃত মুনসুর খাঁর স্ত্রী।
দুপুরে নিজ বাসায় বসে জহুরা বেগম বলেন, ভ্যাকসিন নিতে গেলে প্রথমে টিকাদানকারী আমার বাম হাতে টিকা দেন। চলে আসার সময় আমার পরিচিত রুবেল নামে এক যুবক ডাক দিয়ে চেয়ারে বসায়। এরপর আরেকজন টিকাদানকারী আমাকে আবার টিকা পুশ করে। আমি জানতাম না একদিনে ২টা নাকি ১টা টিকা দেওয়া যায়।
তিনি আরও বলেন, টিকাদান কেন্দ্র থেকে বেরিয়ে ২ বার টিকা দেয়ার বিষয়টি সোবহান, কালাম মোল্লা ও মসজিদের হুজুরকে জানাই। হুজুর আমাকে এ কথা কাউকে বলতে নিষেধ করেন।
জহুরা বেগম বলেন, এখন আমার মাথা ঘুরাচ্ছে, বুক কাঁপছে।
জহুরা বেগমে ছেলে খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি শাখার গার্বেজ ট্রাকচালক রফিক খাঁ জানান, তার মাকে দুইবার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুল্লাহ বলেন, তিনি বিষয়টি শোনার পর স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারকে খোঁজখবর নিতে বলেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার সত্যতা আছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। এ ব্যাপারে টিকা গ্রহীতা, ওয়ার্ড কাউন্সিলর, টিকাদানকারী ও সুপারভাইজারের সাথে তিনি কথা বলবেন বলেও জানান তিনি।
ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. হাফিজুর রহমান বলেন, ওই নারী ২ বার টিকা দেওয়ার কথা বলেছেন। কিন্তু তিনি টিকাদানকারী ও সুপারভাইজারের সাথে কথা বলেছেন। তারা বলেছে কাউকেই ২ বার টিকা দেওয়া হয়নি। এছাড়া ওই কেন্দ্রে ২০০ জনকে টিকা দেয়া হয়েছে। টিকা ঘাটতি পড়েনি। কাউকে ২ বার টিকা দেওয়া হলে তো একটা টিকা ঘাটতি থাকত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন