২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:০৪

খুলনায় নষ্ট হলো করোনার ৮ হাজার ডোজ ভ্যাকসিন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় গত দেড় বছরে করোনার প্রায় আট হাজার ডোজ ভ্যাকসিন নষ্ট হয়েছে কারণ প্রতিটি এ্যাম্পুলের গ্রহণকারীর সংখ্যা পুরোপুরি ১০জন না হওয়ায়। খুলনার স্বাস্থ্য বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। জেলায় এক লাখ ৪৪ হাজার ৯৮৫ ডোজ বিভিন্ন ধরণের ভ্যাকসিন মজুদ রয়েছে।

এদিকে, খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৩১ হাজার ২৮ জন। জেলার মোট

জনসংখ্যার মধ্যে এ পর্যন্ত ৭৯ শতাংশ ১ম ডোজ, ৭১ শতাংশ ২য় ডোজ ও ৩৬ শতাংশ বুস্টার ডোজ গ্রহণ করেছে।

সূত্র জানায়, কোভিড-১৯ দেখা দেওয়ার পর দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলা খুলনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ে। ডায়াবেটিক হাসপাতালটিকে বিশেষভাবে ব্যবহার করা হয়। শুরু থেকেই মৃত্যু বাড়তে থাকে। ২০১৯ থেকে এ বছরের জুলাই পর্যন্ত খুনলা জেলায় ৩২ হাজার ৪৪৯ জন রোগী করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এ সময়ে মৃত্যু হয়েছে ৮০৭ জনের।

আতঙ্ক ছড়িয়ে পড়ার পর করোনা নির্মূলে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন দেয়া শুরু হয়। প্রথমে ভারতীয় এ্যাস্ট্রাজেনেকা নামক ভ্যাকসিনের মধ্য দিয়ে খুলনায় এর কার্যক্রম শুরু হয়। সিভিল সার্জন কার্যালয়ের সুত্র বলছে, প্রতিটি এ্যামপুলের দশ ডোজ সম্পূর্ণ ব্যবহার না হওয়ায় মহামারি করোনা নির্মূলে গত দেড় বছরে খুলনায় মোট ৭ হাজার ৮৮৭ ডোজ ভ্যাকসিন অপচয় হয়েছে।

অপচয়ের তালিকার শীর্ষে রয়েছে মর্ডানার ভ্যাকসিন। এ প্রতিষ্ঠানের অপচয়কৃত ভ্যাকসিনের পরিমাণ ৩ হাজার ৩০ ডোজ। এছাড়া এ্যাস্ট্রাজেনেকার ২ হাজার ৩৯৯ ডোজ, সিনোফার্মার ২ হাজার ৩৫ ডোজ, মর্ডানার ৩ হাজার ৩০ ডোজ, ফাইজারের ১৬৬ ডোজ, শিশুদের ক্ষেত্রে সিনোভ্যাক্স ১৭ ডোজ এবং ফাইজার (শিশু) ২৪০ ডোজ নষ্ট হয়েছে।

জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে এ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্মা, মর্ডাণা, ফাইজার, জনসন, সিনোভ্যাক্স ও ফাইজার (শিশু) এর ভ্যাকসিন মজুদ রয়েছে।

সূত্র বলছে, সিনোভ্যাক্সের মেয়াদ এ বছরের ২৬ অক্টোবর, ফাইজারের মেয়াদ ৩০ নভেম্বর, এ্যাস্ট্রাজেনেকা ও জনসনের মেয়াদ ৭ ডিসেম্বর ও সিনোফার্মার মেয়াদ আগামী বছরের ২৪ অক্টোবর শেষ হবে। জেলার ৯ উপজেলার স্বাস্থ্য কেন্দ্র, নগর স্বাস্থ্য ভবন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আবু নাসের হাসপাতাল, পুলিশ হাসপাতাল, তালতলা হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভ্যাকসিন দেয়া কার্যক্রম অব্যাহত রয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মঞ্জুরুল মোর্শেদ এ প্রতিবেদকে বলেন, একটি এ্যাম্পুলে ১০ ডোজ থাকে। ক্ষেত্র বিশেষে ৮ জন গ্রহণ করেন অনেক ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণকারি না আসাতে প্রতিটি এ্যামপুল থেকে দুই ডোজ করে অপচয় হয়েছে। অন্য কোন উপায়ে অপচয়ের সুযোগ নেই। জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ভ্যাকসিন মজুদ রাখা হয়েছে। এক্ষেত্রে অপচয়ের সুযোগ কম বলেও উল্লেখ করেন তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন