২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫৮

খুলনায় নর্থ ওয়ের্স্টান ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: মে ২৩, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনী মুসলিম নারী, শিশু ও বৃদ্ধসহ সর্বস্তরের জনগণকে নির্মমভাবে হত্যা ও নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে খুলনা নর্থ ওয়ের্স্টান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্যোগে নগরীর তেঁতুলতলা মোড়ে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ টায় শিক্ষার্থীরা বিভিন্ন প্যানা, ফেস্টুন লিফলেট সহ এ মানববন্ধন করে। এর আগে সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশেরও বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরাইলের এমন মানবাধিকার পরিপন্থী কাজের প্রতিবাদে মানববন্ধন করে। তারই ধারাবাহিকতায় নর্থ ওয়েষ্টার্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন প্রতিবাদ স্বরুপ এ মানববন্ধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সুয়ায়েদ, রিফাত, মিনা, বিহান, তানজির রহমান, এনামুল সাবা সহ আরও অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন