৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:২৭

শিরোনাম
ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩

খুলনায় দুস্থদের পাশে সেনাবাহিনী

প্রকাশিত: জুলাই ৭, ২০২১

  • শেয়ার করুন

এম এ আলী, স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলায় করোনায় কর্মহীন, দুস্থ ও শ্রমজীবী জনগোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। বুধবার (০৭ জুলাই) দুপুরে সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আর্দশ বিদ্যালয় প্রাঙ্গণে ৬০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
খাদ্যসহায়তার মধ্যে ছিল জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, তিন কেজি আলু, দুই লিটার তৈল, এক কেজি লবণ ও দুই কেজি চিনি। পর্যায়ক্রমে খুলনা জেলায় প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হবে।
খাদ্যসহায়তা বিতরণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী যশোরের ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান। ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান বলেন, সেনাবাহিনী করোনার এই ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাপ্রধানের নির্দেশনায় সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এরই ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শিল্ড পর্ব-২’ এর অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। মূলত করোনার সময় সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের প্রধান উদ্দেশ্য।
পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, পানীয়, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
বিতরণকালে লে. কর্নেল মির্জা আহমেদ ইসতিয়াক হাসান, মেজর এএইচএম নাজমুল হাসান, খুলনার উপপুলিশ কমিশনার এহসান শাহ, খুলনার জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন রুনু ইকবাল, খুলনা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সেনাবাহিনী যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান খুলনা সেন্ট যোশেফস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন এবং বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন