১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:১০

খুলনায় আইপিডিসি ফাইন্যান্সের শাখা উদ্বোধন

প্রকাশিত: জুন ১০, ২০২২

  • শেয়ার করুন

খুলনায় আইপিডিসি ফাইন্যান্স’র সেবা কার্যক্রমের পরিসরকে আরও বিস্তৃত করতে খুলনা শহরে শাখা খুলেছে আর্থিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকালে খুলনা শাখা অফিসে ফিতা কাটার মাধ্যমে ও পরবর্তীতে রাতে খুলনা ক্লাবে এক মনোরম আয়োজনের মধ্য দিয়ে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ঐতিহ্যবাহী খুলনা নগরীর সম্ভাবনাময় আগামীর পথে সঙ্গী হতে আইপিডিসি খুলনা শাখাটির উদ্বোধন করে। খুলনা শহর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের সেবা দিতে নগরীর কেডিএ এভিনিউ তেঁতুল তলা মোড়ে মাতৃভাষা ভবনে স্থাপন করা হয়েছে এই শাখা।
আইপিডিসি ফাইন্যান্স’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, শেখ আইয়ুব আলী এবং এস এম কামরুজ্জামান কামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস, এম, হাসান রেজা, খুলনা জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. মুনিম লিংকন, খুলনা ক্লাবের সহ সভাপতি সাইদ আহমেদ তুষার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফিরোজ আহমেদ, আইপিডিসি ফাইন্যান্স’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, খুলনার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং খুলনার গণ্যমান্য ব্যক্তিত্বদের অনেকে এ আয়োজনে উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড দেশের বেসরকারি প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮১ সাল থেকে সেবা প্রদান করছে। নারীর ক্ষমতায়ন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান এবং প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ আইপিডিসি’র সেবা কার্যক্রমের অন্যতম প্রধান উদ্দেশ্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন