১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৫৭

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনার ৭১ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ৭৩, উপসর্গে দুইজনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ৫, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭১ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটে ১ জন এবং সাতক্ষীরায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৩৫ জন।

শনিবার (০৪ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ১৬০টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৭৩ টি। যার মধ্যে ৭১ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও ১ জন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বাগেরহাটে ও সাতক্ষীরায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপস্বর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা বয়রা এলাকার খাদিজা বেগম (৫৫), শনিবার সন্ধ্যা ৬টার দিকে আড়ংঘাটা গাইকুর গ্রামের কামরুল ইসলাম (৭০)। দু’জনেরই কাশি, জ্বর শ্বাসকষ্ট উপসর্গ ছিল। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২৪৩৫ জন, যার মধ্যে মারা গেছে ৩০ জন, সু্স্থ্য হয়েছেন ৪৪৮ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন