১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৩৮

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

খুলনার আ’লীগ নেতা এড. সাইফুলকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ

প্রকাশিত: জুলাই ২, ২০২০

  • শেয়ার করুন

খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো. সাইফুল ইসলামকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার লক্ষ্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে অত্যাধুনিক এ্যাম্বুলেন্সে তাকে নেয়া হয়। গতকাল বুধবার শ্বাসকষ্টজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছিল। খুলনা মহানগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছিলেন।

একাধিক সূত্রে জানা গেছে, সাবেক ভিপি এড. সাইফুল ইসলামকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হতে পারে। খুলনাতে থেকে সেই প্রস্তুতি নিয়ে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে।

এদিকে, এড. মোঃ সাইফুল ইসলামের সুস্থতা কামনা করছেন খুলনা আ’লীগ নেতৃবৃন্দ, খুলনা জেলা আইনজীবী সমিতি, ক্রীড়া অঙ্গনসহ রাজনীতিক, সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতাকর্মীরা।

তাঁর চিকিৎসার তদারকি ও খোঁজ-খবর রাখছেন বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলালউদ্দিন এমপি, খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন