১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ১:২১

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৯, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
‘স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনার সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ। সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিশুশ্রম প্রতিরোধে শুধু তাৎক্ষণিক সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। সুনির্দিষ্ট এলাকা ও খাত চিহ্নিত করে জরিপের মাধ্যমে শ্রমে নিয়োজিত শিশুদের তথ্য সংগ্রহ করতে হবে। সেই অনুযায়ী তাদের শিক্ষার সুযোগ, পুনর্বাসন এবং মৌলিক অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ হাফেজ আহাম্মদ মজুমদার এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এরিয়া কো অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে শিশুশ্রম বিষয়ক সরকারি প্রতিনিধিদের সাথে ওয়ার্ল্ড ভিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কোয়াব সদস্য হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা এবং পরবর্তী সভায় তাদের কার্যক্রম কমিটিতে উপস্থাপন করার কথা উল্লেখ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, সহকারী পরিচালক মাহবুব আলম, সরকারি দপ্তরের কর্মকর্তা, অন্যান্য এনজিও প্রতিনিধিসহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন