৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:০৭

খুলনায় রোটারী ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২

  • শেয়ার করুন

মহান স্বাধীনতা দিবসের ৫১তম বছর উদযাপন উপলক্ষে রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনা, খুলনা নর্থ, রুপসা, আধুনিক খুলনা, ভৈরব খুলনা, খুলনা সিটি, খুলনা গ্রীন সিটি, পশুর খুলনা ও খুলনা মিডল্যান্ডের যৌথ আয়োজনে এবং ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার সভাপতি রোটারিয়ান ফেরদৌসুর রহমান পিয়াসের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল খুলনার রক্ত সঞ্চালন অফিসার ডাঃ কাজী আবু রাশেদ, রোটারি ক্লাব অব খুলনা নর্থের সভাপতি রোটাঃ শেখ আল মামুন, রোটারি ক্লাব অব খুলনা গ্রীন সিটির সভাপতি রোটাঃ সাখাওয়াৎ হোসেন স্বপন, রোটারি ক্লাব অব রুপসার সভাপতি রোটাঃ আব্দুর রউফ, রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার সভাপতি ইলেক্ট রোটাঃ মনজুরুল করিম হামিম, রোটাঃ মফিজ আহমেদ মজুমদার, রোটাঃ আলমগীর হোসেন, রোটাঃ সামছুল আরিফিন লিয়ন, রোটাঃ ওবায়দুর রহমান মিশু, রোটাঃ ওয়াকি আহনাফ, রোটাঃ শাহিনুর রেজা, রোঃ জহিরুল ইসলাম তপু প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ মানব সেবায় সবসময় রোটারির কার্যক্রম বেগবান করবার বিষয়ে একমত পোষন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন