৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১:৩৬

শিরোনাম
খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
বাড়ির আশপাশে মাদক ব্যবসা চালাতে থাকা ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে সহায়তা করায় মাদক কারাবারী কর্তৃক হয়রানীমূলক মামলা ও মিথ্যা অপবাদ দিয়ে প্রত্রিকা ও অনলাইনে নিউজ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাসুদুর রহমান রাসেল (৪২) এর স্ত্রী ফারজানা শারমিন। এসময় উপস্থিত ছিলেন তার ভাই নাজমুস সাকিব ও ছেলে আব্দুল্লাহ ইবনে মাসুদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নগরীর শের এ বাংলা রোডে স্বামী সন্তান নিয়ে আমাদের বসবাস। প্রায় ডজনখানেক মামলার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন সোহাগ ও ৮টি মাদক মামলাসহ ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামী ইশান কবির খান জ্যোতি (৪২) বাড়ির আশপাশে রমরমা মাদক ব্যবসা করে আসছিলো। যার প্রেক্ষিতে পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়। এ অবস্থায় আমার স্বামী মাসুদুর রহমান রাসেল সমাজকে মাদকমুক্ত করতে উক্ত আসামীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করেন। জামিনে মুক্ত হয়ে আবারও তারা মাদক ব্যবসা করতে থাকে। এরই মধ্যে যৌথবাহিনীর অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ জ্যোতি আবারও গ্রেফতার হয় এবং তার নামে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অপর আসামী সোহাগ গত ২১ মে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আমার স্বামীকে ফাঁসাতে সোহাগ মাদকের অর্থদাতা ও পৃষ্ঠপোশক হিসেবে মাসুদুর রহমান রাসেলের নাম বলে।
এসময় তিনি আরও বলেন, জ্যোতি খুলনার এক সাংবাদিকের সহায়তায় আমার স্বামীর বিরুদ্ধে পত্রিকা ও অনলাইন মিডিয়া ভার্ষণে মিথ্যে বানোয়াট নিউজ প্রকাশ করায়। যার ফলে আমরা সামাজিকভাবে হয়রানির শিকার ও হেয় প্রতিপন্ন হই।
সবশেষে তিনি বলেন, আমরা মনে করছি, সংবাদপত্র ও অনলাইন নিউজের মাধ্যমে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করে আসামীদের আইনের হাত থেকে বাঁচানোর প্রচেষ্টা ও আমাদের সম্পত্তি দখলের কোন প্রচেষ্টা চালাচ্ছে তারা। তাই আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এসকল হয়রানী থেকে বাঁচতে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন