প্রকাশিত: জুলাই ১০, ২০২৫
তথ্য প্রতিবেদক:
প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও খুলনা শহর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২ টায় বয়রাস্থ বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট এর সম্মেলন কক্ষে খুলনা কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সম্পাদনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস। এসময় বিশেষ অতিথি ছিলেন, খুলনা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত সহকারী পরিচালক সুবীর কুমার বিশ্বাস, থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, বন বিভাগের ফরেস্ট রেঞ্জ অফিসার মোহাম্মদ ফজলুল হক, কেসিসির ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা রেজবিনা খানম ও ২৯ নম্বরের শেখ হাফিজুর রহমান। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখি মেরিলিন মন্ডল।