৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:৫৪

খুলনায় প্রাথমিক বিদ্যালয়ের গুনগত মান নিশ্চিতকল্পে সিটিজেন ভয়েস এন্ড একশন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
২০১০ জাতীয় শিক্ষানীতি অনুসরণে প্রাথমিক বিদ্যালয়ের গুনগত মানসম্পন্ন সেবা নিশ্চিতকল্পে সিটিজেন ভয়েস এন্ড একশন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এর আগে কমিটি গঠন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের মোট ১৩৪ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, সিনিয়র ম্যানেজার ফুলি সরকার ও ম্যানেজার সুরভি বিশ্বাস। এছাড়া ফিল্ড কো-অর্ডিনেটর-স্পন্সরশীপ, এডুকেশন, চাইল্ড প্রোটেকশন এন্ড পার্টিশিপেশন মি. ড্যারেন এন্ড্রু ডি কস্তা, ফিল্ড কমিউনিটি এ্যাংগেজমেন্ট এ্যান্ড পার্টনারিং কো-অর্ডিনেটর সত্য ব্রত বিশ্বাস, ফিল্ড এ্যাডভোকেসি কো-অর্ডিনেট মোসা: বিউটি কুইন উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষনের মূল বিষয়বস্তু ছিলো, প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নির্ণয়ের মানদন্ড রক্ষা, খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পর্যাপ্ত সুবিধা থাকা, বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ/অবকাঠামো, মাঠ ইত্যাদি থাকা, ছাত্র-ছাত্রীদের পৃথক টয়লেট এর ব্যবস্থা থাকা, কার্যকরী এসএমসি, পিটিএ থাকা, সকল ধরণের শিশু নির্যাতন থেকে তাদের সুরক্ষা বিষয়ে অবগত করা। এছাড়াও বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণার লক্ষে আরও ৮টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়। পরবর্তীতে সরকার, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সাথে কাজ করার লক্ষে তাদেরকে প্রশিক্ষিত করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন