প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬
প্রকাশিত:

তথ্য প্রতিবেদক:
খুলনায় সিটিজেন ভয়েস এন্ড একশন বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর সহযোগিতায় এ সভার আয়োজন করে সিভিএ কোর টিম (১৭-৩১ নং ওয়ার্ড)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯ টায় রূপসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ম্যানেজার সুরভী বিশ্বাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন, খুলনা সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর থানা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার যথাক্রমে রত্না দেবনাথ, শর্মিষ্ঠা মন্ডল এবং মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন ডেভিড গ্রেগরী।
ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, ২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিভিও কোর টিম, ইউএনডিএস, চাইল্ড ফোরাম, যুব প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, সরকার ও নাগরিকের সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি করে সিভিএ। ফলে নাগরিকের প্রতি সরকারের সেবার মান বৃদ্ধি পায়।
অনুষ্ঠানের সভাপতি সুরভী বিশ্বাস সিটিজেন ভয়েস এন্ড একশন কি, এর ৪টি মূল উপাদান ও এক নজরে এর প্রক্রিয়াগুলো কিভাবে সম্পাদন করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও আলোচকবৃন্দ বলেন, সিভিএ এর ৪টি মূল উপাদান যথা তথ্য, নাগরিকের কণ্ঠ, সরকার ও নাগরিকের মধ্যে আলোচনা এবং জবাবদিহিতার সঠিক প্রয়োগের মাধ্যমে সরকার ও জনসাধারণের মধ্যে সেবার মান বজায় থাকে। আর এ কাজগুলি জনগণ ও সরকারের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এমন আয়োজনকে তারা স্বাধুবাদ জানান।