২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ২:৫৬

খুলনায় একদিনে আরও ৮০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুলাই ১১, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৮০ জনই খুলনার। এছাড়াও বাগেরহাটে ৩ জন ও নড়াইল ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৩৮ জন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান শুক্রবার পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৬৭টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৮৪ টি। যার মধ্যে ৮০ জনই খুলনা জেলার। খুলনা ছাড়াও বাগেরহাটে ১ জন, ও নড়াইল ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনায় এখন পর্যন্ত ২ হাজার ৯৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৯৯ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪৩ জন। খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শুক্রবার সকাল পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত ছিলেন ২ হাজার ৮৫৮ জন। এদের মধ্যে সর্বাধিক রোগী খুলনা মহানগরীর। প্রায় ২৩’শ রোগী রয়েছে নগরে। এছাড়া দাকোপে ৫৯ জন, বটিয়াঘাটায় ২৯, রূপসায় ১১৩ জন, তেরখাদায় ৩৪ জন, দিঘলিয়ায় ৬৯ জন, ফুলতলায় ১৩০ জন, ডুমুরিয়ায় ৬৩ জন, পাইকগাছায় ৪৬ জন ও কয়রায় ১৬ জন রোগী রয়েছেন। তিনি আরও জানান, খুলনায় মোট আক্রান্তের ১ হাজার ৮৭৫ জন পুরুষ, ৮৩১ জন মহিলা ও ১৫২ জন শিশু। অর্থাৎ মোট শনাক্তের ৬৬ শতাংশ পুরুষ, ২৯ শতাংশ নারী ও ৫ শতাংশ শিশু। ৮৭ তম দিনে খুলনায় শনাক্তের হার ২৯,৯৬%

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন